ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নিহত সেজানের স্মরণে জাবিতে দোয়া মাহফিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী এস এম শাহরিয়ার সৌরভ (সেজান) এর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সেখানে সেজানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান। 

দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক স্মরণসভা আয়োজন করা হয়।

এ সময় সেজানের বন্ধুরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

স্মরণসভায় সেজানের বন্ধু ও তার সহধর্মিনী মুনিয়া ইসলাম মজুমদার বলেন, এটি দুর্ঘটনা নয়, নীরব হত্যাকান্ড। এভাবে আর কত প্রাণ অকালে ঝড়ে যাবে এসব অদক্ষ গাড়ী চালক আর ফিটনেস বিহীন গাড়ীর জন্য। 

এ বিষয়ে দ্রুত পদেক্ষেপ নেওয়ার জন্য সরকারে প্রতি দাবি জানান তিনি।

একই সঙ্গে এ বিষয়ে সচেতন ও সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহবান  জানান মুনিয়া ইসলাম।

স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেজানের বন্ধু-বান্ধবসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি